দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
A রক্তে হেপারিন থাকায়
B রক্ত চলাচলের জন্য
C মাংসপেশীর ক্রিয়ায়
D জারণ ক্রিয়ায়
Solution
Correct Answer: Option A
✔হেপারিন রক্তনালির ভেতরে রক্ত জমাট বাঁধা রোধ করে রক্তপ্রবাহ অব্যাহত রাখে।
✔হেপারিন আছে বলেই রক্ত আমাদের দেহের ভিতর জমাট বাধে না।