ফরমালিন হলো ফরমালডিহাইডের-
A ১০% জলীয় দ্রবণ
B ২০% জলীয় দ্রবণ
C ৩০ % জলীয় দ্রবণ
D ৪০% জলীয় দ্রবণ
Solution
Correct Answer: Option D
- ফরমালডিহাইড এর শতকরা 40 ভাগ জলীয় দ্রবণকে ফরমালিন বলে । ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক হওয়ায় পরীক্ষাগারে মৃত উদ্ভিদ প্রাণীর দেহ সংরক্ষণ এ ব্যবহৃত হয় ।