2+6+18+.......ধারাটির প্রথম ৪টি পদের সমষ্টি নির্ণয় করুন।
Solution
Correct Answer: Option D
ধারাটি একটি গুণোত্তর ধারা
প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3
পদ সংখ্যা, n = 8
∴ আটটি পদের সমষ্টি = a × (rn - 1)/(r - 1)
= 2 × (38 - 1)/(3 - 1)
= 2 × (6561 - 1)/2
= 6560