'সে নাকি আসবে না ' __ এ বাক্যে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?

A প্রশ্ন

B বিস্ময়

C সংশয়

D অনুমান

Solution

Correct Answer: Option C

অনন্বয়ী অব্যয় : যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন:

- সে কি আসবে না? এখানে 'না' অব্যয়টি সংশয় অর্থে  প্রযুক্ত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions