Solution
Correct Answer: Option B
অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু: বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না।
সাধারণত সাহায্যকারী ক্রিয়া গঠনে এদের কয়েকটি রূপ পাওয়া যায়। এ সব ধাতুকে অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু বলে।
অসম্পূর্ণ ধাতু ৫ টি।
যথা :
আ, আছ্, নহ্, বট্, থাক্।