'ছেলেটি যেন রাজপুত্তুর ।' এই বাক্যে 'যেন' পদের ব্যবহার কি অর্থে?
Solution
Correct Answer: Option B
- যখন দুটি বিষয় বা ব্যক্তির মধ্যে কোনো গুণ বা বৈশিষ্ট্যের মিল থাকে তখন তুলনামূলক অর্থে শব্দ ব্যবহার করা হয়।
- এই বাক্যে, ছেলেটির কোনো গুণাবলী (যেমন: সৌন্দর্য, আচরণ, বা পোশাক) রাজপুত্তুরের মতো বলে মনে হচ্ছে।
- এই বাক্যে 'যেন' শব্দটি তুলনামূলক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ছেলেটিকে রাজপুত্তুরের সাথে তুলনা করা হয়েছে।