চীনা ঘড়িয়াল Alligator- এর গড় দৈর্ঘ্য কত?
A ১.৩ -১.৮ মি.
B ১.২ - ১.৫ মি.
C ১.৬ -২.৪ মি.
D ১.৯-২.৫ মি.
Solution
Correct Answer: Option C
- চীনা ঘড়িয়াল হলো একটি বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়াল।
- এরা সাধারণত বড় আকারের হয়।
- গড়ে একটি পূর্ণবয়স্ক চীনা ঘড়িয়ালের দৈর্ঘ্য ১.৬ মিটার থেকে ২.৪ মিটার পর্যন্ত হতে পারে।