Solution
Correct Answer: Option A
- কুষ্ঠ, যক্ষ্মা, এনথ্রাক্স, স্কারলেট ফিভার, ধনুষ্টংকার, ডিপথেরিয়া, হুপিং কাশি ইত্যাদি হলো ব্যাকটেরিয়াঘটিত রোগ।
- ডেঙ্গু, পীতজ্বর, হাম, রুবেলা, মাম্পস, এইডস, পোলিও ইত্যাদি হলো ভাইরাসঘটিত রোগ। ডেঙ্গু ভাইরাসের কারণে ডেঙ্গুজ্বর হয়ে থাকে।