- মানবদেহে অক্ষীয় ও উপাঙ্গীয় কঙ্কাল মিলে মোট ২০৬ টি অস্থি বা হাড় বিদ্যমান।
- সর্ববৃহৎ অস্থি ফিমার এবং ক্ষুদ্রতম অস্থি স্টেপিস।
- শিশুদের দেহে হাড়ের সংখ্যা বেশি: শিশুদের দেহে মোট ৩০০ টিরও বেশি হাড় থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিছু হাড়ের টুকরো জোড়া লেগে ২০৬ টি হয়ে যায়।