মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এম ডি জি) শেষ হয় কোন সালে?

A ২০১০ সাল

B ২০১৫ সাল

C ২০২০ সাল

D ২০২২ সাল

Solution

Correct Answer: Option B

- মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক 'সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা'।
- যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়।
- এ লক্ষ্যগুলো হলো:
১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ,
২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা- অর্জন,
৩. নারী -পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান,
৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ,
৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন,
৬. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল,
৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ,
৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions