২০১০ সালের জুন মাসে বাংলাদেশের বিজ্ঞানীরা কোন উদ্ভিদের জন্ম রহস্য আবিষ্কার করেন?

A ধান

B গম

C পাট

D তুলা

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ২০১০ সালে পাটের জীবন রহস্য উন্মোচন করেন।
- এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন।
- পাটের আঁশের মান, দৈর্ঘ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী চারটি জিনের পেটেন্ট (কৃতিস্বত্ব) পেয়েছে বাংলাদেশ।
- বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। তার এই ঢেউটিন ‘জুটিন’ নামে পরিচিত।
- ১৯৮৭ সালে ড. সৈয়দ আবদুল খালেক স্বর্ণা সার তৈরি করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions