১৮১০ সালে দরিদ্র খ্রিষ্টান সন্তানদের জন্য কোলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন?
A উইলিয়াম কেরী
B মার্শম্যান
C ওয়ার্ড
D লর্ড ম্যাকলে
Solution
Correct Answer: Option A
• উইলিয়াম কেরী:
- উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি ।
- বাংলা গদ্যের বিকাশে তাঁর অবদান সর্বাধিক ।
- তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন।
- তিনি ১৮১০ সালে দরিদ্র খ্রিষ্টান সন্তানদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন।