'লা নিনা' কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বোঝায়?

A গ্রীক, খরা ও ঘূর্ণিঝড়

B ল্যাটিন, শৈত্যপ্রবাহ

C স্পেনীয়, দুরন্ত বালিকা প্রকৃত অর্থ প্রবল বৃষ্টিপাত ও বন্যা

D মালয়েশীয় , বিপদ সংকেত

Solution

Correct Answer: Option C

- 'লা নিনা' শব্দের অর্থ শিশু কন্যা। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরু উপকূলে সমুদ্রপৃষ্ঠের জলের স্বাভাবিক উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা চেয়ে 4° সেলসিয়াস কমে গেলে যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে লা নিনা বলে।

- নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যাংশের সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়ে গেলে এল-নিনো প্রপঞ্চের সৃষ্টি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions