জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল?

A ৩৮

B ৪০

C ৪২

D ৪৪

Solution

Correct Answer: Option C

- জাতিপুঞ্জ (League of Nations) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক আন্তঃসরকারী সংস্থা। ১৯১৯ সালে প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এ সংস্থাটির জন্ম।
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্নপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য ৪২ টি তবে অপশনে যদি ৪২টি না থাকে সেক্ষেত্রে ৪১ টি উত্তর দিতে হবে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় – ১৯ এপ্রিল, ১৯৪৬।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions