কসোভো নগরীর সাথে সার্বিয়াদের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?
A ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
B বর্ণ কৌশলগত কারণ
C মুসলমান বিদ্বেষের প্রবণতা
D আলবেনীয়দের ঔদ্ধত্য
Solution
Correct Answer: Option A
- কট্টরপন্থী সার্বগণ কসোভোতে মুসলিম নিধন করে নগরীটিতে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল প্রতিষ্ঠা করার চেষ্টা করে।
- অন্যদিকে মুসলমানরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি রক্ষায় সদা সচেষ্ট।
- ফলে ইউরোপের অন্যতম মুসলিম প্রধান এ নগরীটির সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের সৃষ্টি হয়।
- অবশেষে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো বিশ্বের বেশ কয়েকটি দেশের সমর্থনে সার্বিয়া থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে।