ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
A নিকোলাই সারকোজি
B ফ্রঁসোয়া ওঁলাদ
C ফ্রাঁসোয়া মিতেরা
D ইমানুয়েল ম্যাক্রো
Solution
Correct Answer: Option D
- ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রো।
- তিনি ১৪ মে ২০১৭ -এ ফ্রাঙ্কোইস ওলান্দের স্থলাভিষিক্ত হন।
- ৭ মে ২০২২-এ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি হন।