কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ ও ১৮৩ কে ভাগ করলে ভাগশেষ থাকবে না?
Solution
Correct Answer: Option D
নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৫৭, ৯৩ এবং ১৮৩ এর গ.সা.গু।
এখানে, ৫৭ = ৩ × ১৯
৯৩ = ৩ × ৩১
এবং ১৮৩ = ৩ × ৬১
∴ ৫৭, ৯৩ এবং ১৮৩ এর গ.সা.গু ৩
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি ৩