Solution
Correct Answer: Option C
- বর্তমান পেরুর কুজকো এলাকায় সুপ্রাচীন ইনকা সভ্যতার যাত্রা শুরু হয়েছিল একটি উপজাতি হিসেবে।
- ইকুয়েডর, পেরু, বলিভিয়া, উত্তর পশ্চিম আর্জেন্টিনা, উত্তর চিলি ও দক্ষিণ কলম্বিয়া ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
- ইনকারা মুদ্রা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে, দেয়াল নির্মাণে আমূল পরিবর্তন আনে।
- তারা প্রথম বাধানো রাস্তার ব্যবহার তারা শুরু করেছিলো।
- খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণীয় বিদ্যায় পারদর্শী ছিলো আর কৃষিতে ইনকারা অনেক অনেক উন্নতি করেছিলো।