”তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে?

A মীর মশাররফ হোসেন

B বেগম রোকেয়া

C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option C

- কপালকুন্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস৷
- এটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে।

এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রঃ
- নবকুমার ও
- কপালকুণ্ডলা।

এই উপন্যাসের বিখ্যাত উক্তিঃ
- 'পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্রদীপ নিবিয়া গেল।'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions