Solution
Correct Answer: Option D
• কিছু ইংরেজী ভাষার শব্দ হলো- চেয়ার, থিয়েটার, ইস্টিশন, পুলিশ, টেবিল, অফিস, জেল, সিনেমা ইত্যাদি।
• পর্তুগিজ শব্দ :আলমারি, পিস্তল ।
• ইতালিয়ান ভাষা হতে বাংলা ভাষায় আগত শব্দ- ফ্যাসিস্ট, মাফিয়া, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
সোর্সঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ডক্টর হায়াত মামুদ।