বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
A যাযাবর
B ভানুসিংহ
C কমলাকান্ত
D হুতুমপেঁচা
Solution
Correct Answer: Option C
কিছু বাংলা সাহিত্যকের ছন্দনামঃ
সমরেশ বসু - কালকূট
সতীনাথ ভাদুড়ী - চিত্রগুপ্ত
সোমেন চন্দ - ইন্দুকুমার সোম
কামিনী রায় - জনৈক বঙ্গমহিলা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - কমলাকান্ত।
সুভাষ মুখোপাধ্যায় - সুবচনী
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় - যাযাবর
কালিকানন্দ - অবদূত
চারুচন্দ্র চক্রবর্তী - জরাসন্ধ।