Solution
Correct Answer: Option B
- কালিদাস ছিলেন সংস্কৃত ভাষার একজন বিশিষ্ট কবি ও নাট্যকার।
- তার উল্লেখযোগ্য রচনা- মেঘদ্রুত ও অভিজ্ঞান শকুন্তলম। এই নাটক অবলম্বনে ১৮৫৪ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি আখ্যান কাহিনি লিখে নাম দেন 'শকুন্তলা'।
- কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য) রাজসভার কবি ছিলেন।
বিভিন্ন রাজা ও তাদের সভাকবির নামঃ
» হরিষেন - সমুদ্রগুপ্ত
» জয়দেব, হলায়ুধ - লক্ষণ সেন
» ফেরদৌসী - সুলতান মাহমুদ
» আমির খসরু - আলাউদ্দিন খলজি
» কবীন্দ্র পরমেশ্বর - পরাগল খাঁ
» বানভট্ট - হর্ষবর্ধন
» আবুল ফজল - আকবর
» শিকর নন্দী - ছুটি খাঁ
» সন্ধাকর নন্দী - মদন পাল
» হলধর মিশ্র - নরসিংহ
» জিয়াউদ্দিন বারানি - ফিরোজ তুঘলক
» রামপ্রসাদ সেন - কৃষ্ণচন্দ্র ।