Solution
Correct Answer: Option C
- শুদ্ধ বানান etiquette.
- Etiquette এর অর্থ হল সামাজিক বা পেশাদার ক্ষেত্রে সভ্য আচরণের রীতি ও প্রথা।
- এটি সেই নিয়ম ও রীতির সমাহার যা সমাজে বা নির্দিষ্ট পেশায় মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার সময় পালন করতে হয়।
- এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নানান আচরণ, প্রটোকল, এবং সামাজিক পরিস্থিতিতে কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে নির্দেশনা।