একটি গোলকের কেন্দ্রগামী যে কোন সমতল এবং গোলক-পৃষ্ঠের ছেদ রেখাই
মহাবৃত্ত বা গুরুবৃত্ত বা বৃহৎ বৃত্ত যাকে ইংরেজিতে great cicle বা orthodrome বলা হয়। অন্যভাবে বলা যায়, কোন গোলকের পৃষ্ঠে যে সর্ব বৃহৎ বৃত্ত আঁকা সম্ভব সেটাই মহাবৃত্ত।
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে কল্পিত রেখার নাম— নিরক্ষরেখা বা বিষুবরেখা।
- নিরক্ষরেখার উত্তর-দক্ষিণে পৃথিবীকে বিভক্ত করা হয়েছে দুই ভাগে।
- নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে বলে 'উত্তর গোলার্ধ' ও দক্ষিণ দিকের অর্ধেককে বলে 'দক্ষিণ গোলার্ধ'।
- নিরক্ষরেখার অপরনাম— মহাবৃত্ত, গুরুবৃত্ত, ০০ অক্ষরেখা, বিষুবরেখা।
- পৃথিবীর গোলীয় আকৃতির জন্য নিরক্ষরেখা বৃত্তাকার, তাই এ রেখাকে বলে 'নিরক্ষবৃত্ত'।
- এই নিরক্ষরেখাকে ০০ ধরে উত্তর দিকে ও দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত ধরা হয়— ৯০০ বা এক সমকোণ।