১০ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে
স্বাধীনতার__ইশতেহার
- ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
- পাঠের স্থান :পল্টন ময়দান,ঢাকা
- পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
- ঘোষক :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীনতার__ঘোষণা
- ঘোষণা : ১৯৭১ সাল ২৬ মার্চের প্রথম প্রহরে । ওয়ারলেস্/ ট্রান্সমিটারের মাধ্যমে ।
- ঘোষণার স্থান:ধানমন্ডির ৩২ নং বাড়ি
- প্রথম পাঠক: এম এ হান্নান,২৬ মার্চ,৭১
- পাঠের স্থান :স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
- ঘোষক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীনতার__ঘোষণা পত্র
- জারি :১০ এপ্রিল ১৯৭১
- জারি করেন: মুজিবনগর সরকার
- ঘোষণাপত্র পাঠ:১৭ এপ্রিল ১৯৭১
- পাঠের স্থান :মেহেরপুর,কুষ্টিয়া