দুটি সংখ্যার সমষ্টি ১০ এবং তাদের গুণফল ২০ । সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত?
Solution
Correct Answer: Option A
ধরি, সংখ্যা দুটি = x ও y
শর্তমতে,
x + y = 10 ... (1)
xy = 20 ... (2)
প্রশ্নানুসারে 1/x + 1/y এর মান নির্ণয় করা
1/x + 1/y
= (x + y) / xy [LCM নিয়ে]
= 10 / 20 [সমীকরণ (1) ও (2) থেকে]
= 1/2