ত্রিভুজ ABC তে AB = CA হলে নিচের কোনটি সঠিক?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
AB = CA এই অবস্থায় ত্রিভুজটি সমদ্বিবাহু হবে, যেখানে দুটি বাহু সমান।
যখন একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয় (এখানে AB = CA), তখন ঐ দুই বাহুর বিপরীত কোণও সমান হয়।
AB এর বিপরীত কোণ হলো ∠ACB এবং CA এর বিপরীত কোণ হলো ∠ABC।
যেহেতু AB = CA, তাই ∠ABC = ∠ACB।
এটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি মৌলিক ধর্ম।