ত্রিভুজ ABC তে AB = CA হলে নিচের কোনটি সঠিক?

A ∠ACB > ∠ABC

B ∠ACB = ∠BAC

C ∠ABC > ∠ACB

D ∠ABC = ∠ACB

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে, 
  AB = CA এই অবস্থায় ত্রিভুজটি সমদ্বিবাহু হবে, যেখানে দুটি বাহু সমান।

যখন একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয় (এখানে AB = CA), তখন ঐ দুই বাহুর বিপরীত কোণও সমান হয়।
AB এর বিপরীত কোণ হলো ∠ACB এবং CA এর বিপরীত কোণ হলো ∠ABC।
যেহেতু AB = CA, তাই ∠ABC = ∠ACB।

এটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি মৌলিক ধর্ম। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions