মাইকেল মধুসূদন দত্তের “কৃষ্ণকুমারী” কোন ধরনের নাটক?
Solution
Correct Answer: Option A
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক 'কৃষ্ণকুমারী'। এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
- এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহীত।
- এই নাটকের উল্লেখযােগ্য চরিত্রঃ কৃষ্ণকুমারী, মনিকা, ভীম-সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- প্রথম ট্রাজেডি নাটক 'কীর্তিবিলাস' যা প্রকাশিত হয় ১৮৫২ সালে।
- আধুনিক যুগের মাইকেল মধুসূদন দত্ত কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে।