Solution
Correct Answer: Option B
- "Report" শব্দটি ল্যাটিন ভাষার "Reportare" শব্দ থেকে এসেছে।
- "Reportare" শব্দটির অর্থ হলো ফিরিয়ে আনা বা সংবাদ প্রদান করা।
- এই শব্দটি থেকে "report" শব্দটি গঠিত হয়েছে, যার মাধ্যমে আজকের দিনে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে লিখিত বা মৌখিক বিবরণ প্রদান করা বোঝায়।