৪০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার জমির মাঝে ৪ মিটার প্রশস্ত পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?

A ১১৫৬ বর্গমিটার

B ৭৩৬ বর্গমিটার

C ১০৬৫ বর্গমিটার

D ১০৫৬ বর্গমিটার

Solution

Correct Answer: Option B

জমির দৈর্ঘ্য = 40 মিটার
জমির প্রস্থ = 60 মিটার
জমির ক্ষেত্রফল = 40 × 60 = 2400 বর্গমিটার

পুকুরের দৈর্ঘ্য (পাড়সহ) = 40 - (2 × 4) = 32 মিটার
পুকুরের প্রস্থ (পাড়সহ) = 60 - (2 × 4) = 52 মিটার

পুকুরের ক্ষেত্রফল (পাড়সহ) = 32 × 52 = 1664 বর্গমিটার

পাড়ের ক্ষেত্রফল = জমির মোট ক্ষেত্রফল - পুকুরের ক্ষেত্রফল (পাড়সহ)
                     = 2400 - 1664
                     = 736 বর্গমিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions