একটি বর্গের পরিসীমা 12 সে.মি. । এর কর্ণের দৈর্ঘ্য কত?
A 2√3 সে.মি.
B 3√2 সে.মি.
C 12√3 সে.মি.
D 12 সে. মি.
Solution
Correct Answer: Option B
বর্গের পরিসীমা = 12 সে.মি.
একটি বাহুর দৈর্ঘ্য = 12 ÷ 4 = 3 সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = বাহু × √2 = 3 × √2 সে.মি.
উত্তর: 3√2 সে.মি.