Solution
Correct Answer: Option A
- Social Capital বলতে সমাজে মানুষের মধ্যে থাকা বিশ্বাস (Trust), সামাজিক নিয়ম (Norms), এবং নেটওয়ার্ক (Network) এর সমষ্টিকে বোঝায়, যা ব্যক্তিদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটায়।
- Social Capital একটি সমাজ বা সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বাড়ায় এবং এর মাধ্যমে সমাজের সদস্যরা পারস্পরিক সুবিধা লাভ করে।