তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?
A এক দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে
B এক দরজার সামনে ১০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছে
C এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে
D এক দরজায় বিরাট সাগর, যেখানে কুমীর আছে
Solution
Correct Answer: Option C
- তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ বেঁচে থাকতে পারবে না, কারণ এত দীর্ঘ সময় ধরে কোনো খাদ্য গ্রহণ না করলে বাঘ মারা যাবে।
- তাই এই দরজাটি সবচেয়ে নিরাপদ, কারণ বাঘটি আর জীবিত থাকবে না।
- অন্য দরজাগুলি বিপজ্জনক কারণ আগুন, সশস্ত্র ডাকাত এবং কুমীর সবাই জীবনের জন্য হুমকিস্বরূপ।