পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

A নিউট্রন ও প্রোটন

B ইলেকট্রন ও প্রোটন

C নিউট্রন ও পজিট্রন

D ইলেকট্রন ও পজিট্রন

Solution

Correct Answer: Option A

• প্রোটন: প্রোটন ধণাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে।
- ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন।
- একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে।
- প্রোটনের ভর 1.673×10−24g যা পারমাণবিক ভর স্কেল অনুসারে 1.007276 amu (এখানে amu হল atomic mass unit)। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় তাই একে H+বলা যেতে পারে।
- একে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।

• নিউট্রন: ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা তবে এটি আধানবিহীন।
- আধানবিহীন(neutral) হওয়ায় এর এই নাম দেয়া হয়েছে।
- নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে।
- ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিস্কার করেন।
- এর আসল ভর 1.675×10−24g যা পারমাণববিক ভর স্কেল অনুসারে 1.008665 amu। এর ভর ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণের সমান।
- একে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions