বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
A চন্ডীদাস
B বিদ্যাপতি
C জ্ঞানদাস
D আলাওল
Solution
Correct Answer: Option A
- রাঁধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে মধ্যযুগে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন বৈষ্ণব পদাবলি ।
- বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত ।
- বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কবি বিদ্যাপতি এবং
- বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা চণ্ডীদাস ।