”জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে?

A মিন্নাত আলী

B শাহেদ আলী

C আবু রুশদ

D বন্দে আলী মিঞা

Solution

Correct Answer: Option B

- শাহেদ আলী ছিলেন একাধারে ভাষা সৈনিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠক ও লেখক।
- তিনি ১৯২৫ সালের ২৪ মে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাহমুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৯৪০ সালে তিনি যখন মাত্র অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত, তখন তাঁর প্রথম গল্প ‘অশ্রু’ মাসিক সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
- বগুড়া আজিজুল হক কলেজের অধ্যাপক হিসেবে ১৯৫১ সালে শাহেদ আলী তাঁর কর্মজীবন শুরু করেন
- শাহেদ আলী সক্রিয়ভাবে ভাষা আন্দোলন এ অংশগ্রহণ করেন।
- সমমতাদর্শীদের নিয়ে তিনি ১৯৪৮ সালে তমুদ্দুন মজলিস গঠন করেন এবং এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ও পরবর্তীকালে এর সভাপতি হন।
- তাঁর মৃত্যু হয় ৭৬ বৎসর বয়সে ২০০১ সালে।

তাঁর রচনা-
- উপন্যাসঃ হূদয় নদী (১৯৬৫)
- গল্পগ্রন্থঃ জিবরাইলের ডানা (১৯৫৩), একই সমতলে (১৯৬৩), শা’নযর (১৯৬৫), অতীত রাতের কাহিনী (১৯৮৬), অমর কাহিনী (১৯৮৭) এবং নতুন জমিদার (১৯৯২)।
- একমাত্র নাটিকাঃ বিচার (১৯৮৭)


তথ্যসুত্রঃ বাংলাপিডিয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions