- কমনওয়েলথের দেশ
অস্ট্রেলিয়া ও
কানাডা যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে।
- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।
- বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি।
যথা- মোজাম্বিক, রুয়ান্ডা , গ্যাবন ও টোগো ।
- আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
- ১৯৭২ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ সংস্থাটির ৩২তম সদস্যপদ লাভ করে এবং ১৯৭৩ সালে প্রথম কমনওয়েলথ এর শীর্ষ সম্মেলনে যোগদান করে।
- সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়।
- রানী দ্বিতীয় এলিজাবেথ বার্ধক্যজনিত কারণে ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেন।
- তাঁর স্থলাভিষিক্ত হন রাজা তৃতীয় চার্লস।
রাজা তৃতীয় চার্লসের অভিষেক:
- ৬ মে, ২০২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হিসেবে রাজা তৃতীয় চার্লসের অভিষেক সম্পন্ন হয়।
- তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন।
- একই সঙ্গে, তাঁর স্ত্রী ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে অভিষিক্ত হন।
- লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ১০৬৬ সালের পর থেকে ৪০তম ব্রিটিশ সিংহাসন আরোহী হিসেবে রাজা চার্লসের অভিষেক হয়।
- এটি ছিল প্রায় ৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক।
আরও উল্লেখযোগ্য:
- সর্বশেষ ১৯৫৩ সালে চার্লসের মা, রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক হয়েছিল।
- ২০২২ সালের সেপ্টেম্বরে, ৯৬ বছর বয়সে রানী এলিজাবেথ মৃত্যুবরণ করার পর চার্লস স্বয়ংক্রিয়ভাবে রাজা হিসেবে সিংহাসনে বসেন।