কেঁচো শ্বাসকার্য চালায়- 

A শ্বসনতন্ত্রের সাহায্যে

B ত্বকের সাহায্যে

C ফুসফুসের সাহায্যে

D ফুলকার সাহয্যে

Solution

Correct Answer: Option B

- কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে।
- এরা মাটির নিচে বাস করে।
- মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে কেঁচো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসলের জমিতে এরা মাটি ওলট-পালট করে, নিচের মাটি উপরে এবং উপরের মাটি নিচে নিয়ে আসে।
- এজন্য কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়ে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions