"উইমেন অব আলজিয়ার্স" চিত্রকর কে?

A পাবনো পিকাসো (স্পেন)

B লিওনার্দো দা ভিঞ্চি (ইতালি)

C মাইকেল অ্যাঞ্জেলো (ইতালি)

D ফ্রান্সিস বেকন (যুক্তরাজ্য)

Solution

Correct Answer: Option A

বিশ্বে সর্বোচ্চ দামের ১০টি মধ্যে তালিকায় সবার ওপরে রয়েছে স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর ‘দ্য উইমেন অব আলজিয়ার্স’ । চিত্রকর্মটি ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৩৯৫ কোটি টাকার বেশি। 
তার অন্যান্য বিখ্যাত চিত্রকর্মঃ
 - Guernica, 
 - Les Demoiselles d'Avignon, 
 - The Weeping Woman, 
 - The Old Guitarist, 
 - Self-Portrait, 
 - Le Rêve ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions