বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option D
- বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি।
- এর মধ্যে স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৪টি; যথা: এ, ঐ, ও, ঔ।
- এবং ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ ৬টি; যথা: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি (স্বরবর্ণ ৬টি ও ব্যঞ্জনবর্ণ ২৬টি)।
- এছাড়া বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি (স্বরবর্ণ ১টি ও ব্যঞ্জনবর্ণ ৭টি)।