একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ৬৪০ জন
ছাত্র সংখ্যা = ৪০%
আমরা জানি, মোট শিক্ষার্থী = ১০০%
∴ ছাত্রী সংখ্যা = (১০০ - ৪০)% = ৬০%
এখন,
ছাত্রীর সংখ্যা = মোট ছাত্র-ছাত্রীর ৬০%
$ = 640 \text{ এর } \frac{60}{100} $
$ = 640 \times \frac{60}{100} $
$ = 64 \times 6 $
= ৩৮৪ জন
সুতরাং, ঐ ক্লাসে ছাত্রীর সংখ্যা ৩৮৪ জন।
বিকল্প পদ্ধতি:
মোট ছাত্র-ছাত্রী ৬৪০ জন,
৪০% ছাত্র হলে,
ছাত্র সংখ্যা $ = 640 \text{ এর } \frac{40}{100} = 256 $ জন।
∴ ছাত্রী সংখ্যা = মোট শিক্ষার্থী - ছাত্র সংখ্যা
= (৬৪০ - ২৫৬) জন
= ৩৮৪ জন।
শর্টকাট টেকনিক:
ছাত্রী সংখ্যা হবে মোট সংখ্যার ৬০% (যেহেতু ৪০% ছাত্র)।
৬০% বের করার সহজ নিয়ম হলো প্রথমে ১০% বের করে তাকে ৬ দিয়ে গুণ করা।
৬৪০ এর ১০% হলো ৬৪।
∴ ৬০% = ৬৪ × ৬ = ৩৮৪।