১টি নটিক্যাল মাইল কত মিটার?

A ১৮৫৩.১৮ মিটার

B ১৭৫৩.১৮ মিটার

C ১৮৫৩.১৮ মিটার

D ১৯৫৩.১৮ মিটার

Solution

Correct Answer: Option A

- ১টি নটিক্যাল মাইল বলতে ১৮৫৩.১৮ মিটার দূরত্বকে বোঝানো হয়।
- এই পরিমাপটি সাধারণত সমুদ্র এবং বিমান চলাচলের ক্ষেত্রে দূরত্ব মাপার একক হিসেবে ব্যবহৃত হয়।
- কিলোমিটারের হিসেবে ১ নটিক্যাল মাইল বা নৌমাইল সমান ১.৮৫২ কিলোমিটার (আন্তর্জাতিক মান অনুযায়ী)।
- তবে পুরোনো ব্রিটিশ পরিমাপ বা কিছু নির্দিষ্ট গাণিতিক রূপান্তর অনুযায়ী এর মান প্রায় ৬০৮০ ফুট বা ১৮৫৩.১৮ মিটার ধরা হয়ে থাকে।
- ১ নটিক্যাল মাইল পৃথিবীর অক্ষাংশের ১ মিনিট (1 minute of latitude) কৌণিক দূরত্বের সমান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions