শামসুর রাহমান রচিত 'ইলেক্ট্রার গান ' কবিতায় মিথের আড়ালে দ্যোতিত হয়েছে -

A পিতৃহারা বঙ্গবন্ধু কন্যার আবেগ

B সন্তাহারা জননীর বেদনা

C অপরিসীম অপত্যস্নেহ

D শিশুপুত্র রাসেল হত্যার করুণ কাহিনি

Solution

Correct Answer: Option A

আগস্ট মাসটি নানান কারণে বাঙালি ও বাংলাদেশীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ; পরিবারের ১৭জন সদস্যসহ বঙ্গবন্ধু হত্যা; কথানির্মাতা সৈয়দ ওয়ালীউল্লাহ্ এবং কবি সুকান্ত ভট্টাচার্য ও আবুল হোসেনের জন্ম; হুমায়ুন আজাদ এবং শামসুর রাহমানের মৃত্যু এবং গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা- এসব ঘটনা ঘটেছে এই আগস্ট মাসে। কাজেই আমাদের সাহিত্য ও রাজনীতির সাথে আগস্ট মাসের সম্পর্ক বেশ নিবিড় বলেই মনে হয়
 
 পিতৃহারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আবেগ ও মনস্তত্ত্বকে রুপায়িত করে রচনা করেন পাশ্চাত্য মিথ নির্ভর বিখ্যাত কবিতা ইলেক্ট্রার গান ।
- কবিতাটি পরবর্তীতে ইকারুসের 'আকাশ ' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions