Solution
Correct Answer: Option D
ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে 'বাংলা ভাষার কুলজী' শিরোনামে বাংলা ভাষার উৎপত্তির স্তরবিন্যাস আলোচিত হয়েছে এভাবে: হিন্দ-য়ুরোপায়ণ → শতম → হিন্দ-আর্য → ভারতিক → প্রাচীন ভারতীয় আর্য → প্রাচীন কথ্য ভারতীয় আর্য → প্রাচীন প্রাচ্য → গৌড়ী প্রাকৃত → গৌড়ী অপভ্রংশ → বঙ্গ-কামরূপী → বাংলা।