Respiratory distress এর চিহ্ন ও লক্ষণ কোনটি? 

A সায়ানোসিস 

B জ্বর 

C রক্তক্ষরণ  

D বমি

Solution

Correct Answer: Option A

- Respiratory distress এমন একটি অবস্থা, যার ফলে শ্বাস নিতে কষ্ট ও সমস্যা হয়।
- এটি মূলত অপরিণত ও সদ্যোজাত শিশুদের মধ্যে দেখা যায়।
- এর প্রধান লক্ষণ সায়ানোসিস (ত্বকের রঙ এবং মিউকাস মেমব্রেন এর রঙ বদলে যায়, যা নীল রঙ্গের হয়ে যায়)।
- অগভীর/দ্রুত শ্বাসপ্রশ্বাস ও শ্বাস নেওয়ার সময় ঘোঁৎ ঘোঁৎ শব্দ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions