ইউরিয়া থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে?
A ফসফরাস
B নাইট্রোজেন
C পটাশিয়াম
D সালফার
Solution
Correct Answer: Option B
জমিতে ইউরিয়া সার প্রয়োগের পর ইউরিয়াতে থাকা নাইট্রোজেন জমির পানির সাথে মিশে নাইট্রেট রূপে বিশ্লেষিত হয়ে উদ্ভিদের খাদ্য হিসেবে নাইট্রোজেন গ্রহণ করে।