নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস ?
Solution
Correct Answer: Option D
চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস।
- চতুরঙ্গ ঊপোণযাশেড় চারটি অংশ- জ্যাঠামশাই, শচীশ, দামিনীর এবং শ্রীবিলাস। উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পঞ্চগ্রাম।
- প্রমথ চৌধুরীর গল্পগ্রন্থ- চার ইয়ারি কথা (১৯১৬)
- মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'চতুষ্কোণ'