সাবমেরিক ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? 

A     VSAT

B    শব্দ তরঙ্গ

C    চুম্বক তরঙ্গ

D    অপটিক্যাল ফাইবার 

Solution

Correct Answer: Option D

 

অপটিক্যাল ফাইবার (ইংরেজি: Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। ফাইবার অপটিকস ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের সেই শাখা যা এই অপটিক্যাল ফাইবার বিষয়ে আলোচনা করে।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions