Solution
Correct Answer: Option B
- মার্কিন ডলারের প্রতিটি নোটে মূলত দুজন সরকারি কর্মকর্তার স্বাক্ষর থাকে।
- এই দুজন ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের কোষাধ্যক্ষ (Treasurer of the United States) এবং ট্রেজারি বা অর্থ সচিব (Secretary of the Treasury)।
- নোটের সামনের দিকে বাম পাশে কোষাধ্যক্ষ এবং ডান পাশে অর্থ সচিবের স্বাক্ষর থাকে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ছাপানোর দায়িত্ব পালন করে দ্য ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং (BEP) যা ট্রেজারি বিভাগের অধীনস্থ।
- ফেডারেল রিজার্ভ নোটসমূহ যা বর্তমানে ব্যবহৃত হচ্ছে, তার আইনি বৈধতা নিশ্চিত করতেই এই দুটি স্বাক্ষর যুক্ত করা হয়।