Solution
Correct Answer: Option B
বর্তমানে Coordinated Universal Time কে আন্তর্জাতিক মান সময় ধরা হয়। গ্রিনিচ মান সময়ের সঙ্গে এর তেমন কোন পার্থক্য নেই ।বাংলাদেশের সময় আন্তর্জাতিক হিসেবে UTC+6।অর্থাৎ আন্তর্জাতিক সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে বা বেশি ।উদাহরণ হিসেবে বলা যায় ,লন্ডনে যখন সকাল ৯.৪০ বাংলাদেশে তখন সময় বিকাল ১৫.৪০ ।